****24th Academic Council Meeting Held on (Upcoming)****
****23rd Academic Council Meeting Held on 2 August 2023 Wednesday****
Updated list.
- Champion (AURORA ,National science festival 2023 , arrange by ASSR,RUET).
- Completion greetings of the Bangladesh Army’s remote-controlled robotic vehicle and drone building projects.
- বাউয়েটের সিএসই বিভাগ এবং বাউয়েট কম্পিউটার সোস্যাইটি কর্তৃক আয়োজিত “Mind Storm 3.0- Hardware Showcasing” প্রতিযোগীতায় আইসিই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী চ্যাম্পিয়ন হয়েছে। Event Date: 22-23 March 2022.
- বাউয়েটের সিএসই বিভাগ এবং বাউয়েট কম্পিউটার সোস্যাইটি কর্তৃক আয়োজিত “Mind Storm 3.0- Hardware Showcasing” প্রতিযোগীতায় আইসিই বিভাগের ১১ম ব্যাচের শিক্ষার্থী রানার আপ হয়েছে। Event Date: 22-23 March 2022.
- ৭ই মার্চ উপলক্ষে BAUET কর্তৃক আয়োজিত নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতাইয় ICE 7th Batch এর ফারা উলফাত ঊর্মি প্রথম হন। Event Date: 7 March 2022.
- জাতীয় শিশু দিবস উপলক্ষে BAUET কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতাইয় ICE 8th Batch এর জারিন তাসনিয়া ID: 19205013 প্রথম হন। Event Date: 17 March 2022.
-
Achievement List for the 19th Academic Council Meeting (Achievement and Agenda)
Date: 30/05/2022
Period:
Achievement (Download Link)
বিভাগের অর্জনঃ
- গত ২৯-৩০ মার্চ ২০২২ তারিখে বাউয়েটের এর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাউয়েট আইসিটি ক্লাবের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী Intra University Tech Festival “IT SPARK 1.0” প্রতিযোগিতার আয়োজন করেন। উক্ত প্রতিযোগীতায় বাউয়েটের বিভিন্ন বিভাগ থেকে ২৫০ এর অধিক ছাত্র ছাত্রী ৫টি ভিন্ন ভিন্ন ইভেন্টের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগীতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোঃ মোস্তফা কামাল।
ফ্যাকাল্টিদের অর্জনঃ
- আইসিই বিভাগের সিনিয়র প্রভাষক, মৌসুমি সামাদ কুয়েটের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এমএসসি ডিগ্রি (CGPA: 4 out of 4) সম্পন্ন করেছেন।
- আইসিই বিভাগের সিনিয়র প্রভাষক, মৌসুমি সামাদ কর্তৃক রচিত “Fingerprint Based Smart Home Automation and Security System” জার্নাল আর্টিকেলটি গত ১৮ এপ্রিল ২০২২ তারিখে ইউরোপিয়ান সাইন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে।
- আইসিই বিভাগের সিনিয়র প্রভাষক, মৌসুমি সামাদ কর্তৃক রচিত “Low-Cost Pulmonary Ventilator for Patient Monitoring for Covid-19 Disease” জার্নাল আর্টিকেলটি গত ৩১ অক্টোবর ২০২১ তারিখে ইউরোপিয়ান সাইন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে।
- আইসিই বিভাগের সিনিয়র প্রভাষক, মোঃ লিংকন হাসান কর্তৃক রচিত ” Designing highly sensitive exposed core surface Plasmon resonance biosensors” জার্নাল আর্টিকেলটি গত ০৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে Optical Materials Express জার্নালে প্রকাশিত হয়েছে।
ছাত্র ছাত্রীদের অর্জনঃ
- গত ২৩ মার্চ ২০২২ তারিখে বাউয়েটের সিএসই বিভাগ এবং বাউয়েট কম্পিউটার সোস্যাইটি কর্তৃক আয়োজিত “Mind Storm 3.0- Hardware Showcasing” প্রতিযোগীতায় আইসিই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী চ্যাম্পিয়ন হয়েছে।
- গত ২৬ মার্চ ২০২২ তারিখে জাতীয় শিশু দিবস উপলক্ষে BAUET কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় আইসিই ৮ম ব্যাচের শিক্ষার্থী জারিন তাসনিয়া, আইডিঃ ১৯২০৫০১৩ প্রথম হন।
- ৭ই মার্চ উপলক্ষে বাউয়েট কর্তৃক আয়োজিত নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতায় আইসিই ৭ম ব্যাচের শিক্ষার্থী ফারা উলফাত ঊর্মি , আইডিঃ ১৯১০৫০২৬ প্রথম হন।
Agenda (Download Link)
- আইসিই বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের সাথা সমন্বয় করা প্রসঙ্গে।
21ST ACADEMIC COUNCIL MEETING Download Link- 21st-AC-Meeting-ICE
Dateꓽ 27 Feb 2023