Workshop on Microcontroller and Raspberry Pi Programming with Interfacing
বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েটের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আইকিউএসির সহযোগিতায় ‘মাইক্রোকন্ট্রোলার এন্ড রাজবেরি পাই প্রোগ্রামিং উইথ ইন্টারফেসিং’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গত সোমবার (২১ আগস্ট ২০২৩ ) আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান ইমরান প্রভাষক আইসিই বিভাগ। রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শুভ্র প্রকাশ বিশ্বাস প্রধান রিসোর্স পারসন হিসেবে ওয়ার্কশপ পরিচালনা করেন। তিনি মাইক্রোকন্টলার এন্ড রাজবেরি পাই এর প্রয়োজনীয়তা, সাম্প্রতিক পরিবর্তন, প্রযুক্তি ও প্রকৌশল উন্নয়ন, ক্ষেত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করেন।
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের ছাত্রী সাদিয়া ফাহমিদা সানিয়া এবং ১১ম ব্যাচের ছাত্র রাহীক আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ রুবেল বাশার। ওয়ার্কশপ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ রুবেল বাশার ও আয়োজকদের ধন্যবাদ জানান।
Bangladesh Army University of Engineering & Technology (BAUET), a premier educational institution under the Bangladesh Army, embarked on its journey in 2015 in Qadirabad, Natore, to contribute to the nation by providing high-quality higher education in engineering, technology and sciences.