বাউয়েট ক্যাম্পাসে IEEE দিবস-২০২৫ উদযাপন
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ইইই বিভাগের সহযোগিতায় এবং IEEE স্টুডেন্ট শাখা এর উদ্যোগে “IEEE দিবস-২০২৫” উদযাপন করা হয়। গত মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ তারিখে দিবসটি পালন উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাউয়েটের সম্মানিত ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হান মং, পিবিজিএমএস (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ রুবেল বাশার, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীগণ।

উদ্বোধনী পর্ব শেষে কেক কেটে “IEEE দিবস-২০২৫”-এর অফিসিয়াল অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে IEEE BAUET Student Branch এবং BAUET ICT Club এর সমন্বয়ে, ICE বিভাগের সহযোগিতায় “Robospark: From Basics to Bots- A Robotics Workshop For Beginners” বিষয়ক শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রোবো টেক ভ্যালি-এর সিইও এএসএম আহসানুল সরকার আকিব। যেখানে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। বর্ণাঢ্য নানা আয়োজনে মুখরিত এই দিনটি ছিল প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ও আনন্দঘন একটি অভিজ্ঞতা। দিনব্যাপী এই উৎসবের শেষ পর্বে বিকেলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)
ইমেইল: ashrafbauet@gmail.com; Website: www.bauet.ac.bd