বাউয়েট ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব-২০২৫’ উদযাপন করা হয়। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লে: কর্ণেল কে এফ এ সোহেল (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রধান অতিথি বলেন, “বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হওয়া ও সেবা প্রদানের মন মানসিকতা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক ধারণা পেয়েছে। এছাড়া উৎসবমুখর পরিবেশে ছাত্র, শিক্ষক, কর্মকর্তাসহ সকলের চিত্তবিনোদনের সুযোগ হয়েছে।”

উক্ত উৎসবে ২২ টি স্টল সাজিয়েছে আটটি বিভাগ, বনলতা হল, বড়াল হল, বাউয়েট ক্যাফে এবং ছয়টি রেন্টাল হলের শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন খাদ্যপণ্য-ব্যতিক্রমধর্মী সব মিষ্টি ও ঝাল পিঠা, জুয়েলারি আইটেম, ফুল ও ফুলের মালা, মাটির তৈজসপত্র, কবিতা ও গল্পের বই, আইসিটি আইটেম এবং নানাবিধ কার্যক্রম ছিল যার মাধ্যেমে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

খাদ্য পণ্যের বৈচিত্র্যতা, গুণগতমান, স্টলের সাজ—সজ্জা, উপস্থাপনা কৌশল ও আপ্যায়নে আন্তরিকতার ভিত্তিতে স্টলগুলোর মধ্যে তিনটি স্টল আমন্ত্রিত অতিথি, দর্শক এবং বিচারকমণ্ডলীর দৃষ্টিতে সেরা বিবেচিত হয়েছে। এর মধ্যে আইন ও বিচার বিভাগের স্টল প্রথম, রেন্টাল হলের স্টল দ্বিতীয় এবং ব্যবসায় প্রশাসন বিভাগের স্টল তৃতীয় পুরস্কার লাভ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের বাংলার প্রভাষক আরিফা সুলতানা।

#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স উইং
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)