বাউয়েট ক্যাম্পাসে অগ্নি নির্বাপক ও ভূমিকম্পে আশু করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে অগ্নি নির্বাপক এবং ভূমিকম্পে আশু করণীয় সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০১ ডিসেম্বর) তারিখে টিচার্স পয়েন্ট মাঠ প্রাঙ্গণে আয়োজিত প্রশিক্ষণ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অগ্নি নির্বাপক মহড়া এবং ভূমিকম্পে আশু করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সকলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে যা দুযোর্গ মোকাবিলায় কাজে লাগবে।”

বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে একদল ফায়ার ফাইটার কর্মী এ প্রশিক্ষণ মহড়া পরিচালনায় সহায়তা করেন। প্রশিক্ষণ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মহড়ায় অগ্নি নির্বাপণের জন্য ব্যবহৃত ফায়ার হাইড্রেন্ট, ফায়ার ইস্টিংগুইসারসহ বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার পদ্ধতি প্রশিক্ষণ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ), ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ।

#

বার্তা প্রেরকঃ
মো.আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০