বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর বাস্কেটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) খেলার মাঠে আয়োজিত খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এডমিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ও গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাশার, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।

সিই বিভাগ ৬০-০৫ পয়েন্টের ব্যবধানে ইইই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে সিই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার হাসান তানিম, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এবং টপ স্কোর অর্জন করে সিই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. ইসরাফিল ইসলাম ইমন । খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের টিম লিডারকে ট্রফি এবং মেডেল প্রদান করেন।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড পাবলিক রিলেসন্স উইং
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)