বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। গত মঙ্গলবার (১১ মার্চ ২৫) বিকেলে ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কে এফ এ সোহেল (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ। ক্লাবের সদস্য সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য উপস্থাপনা করেন । অনুষ্ঠানের সমন্বয় করেন ক্লাবের উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ।

উল্লেখ্য অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকার ৯০ জন এতিম ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

#

বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং
পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২