বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বন্যার্তদের জন্য উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ জমা প্রদান

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫১ হাজার টাকা জমা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র—ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পার্শ্ববর্তী এলাকাবাসীর সহযোগিতায় এই তহবিল গঠন করা হয়। গত বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এর নিকট উক্ত অর্থ হস্তান্তর করেন ক্লাবের উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হোসেন, পিএসসি (অব:) , লেফটেন্যান্ট কর্ণেল কে এফ এ সোহেল (অব:), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার এবং ক্লাবের সদস্য শিক্ষার্থীগণ।

উল্লেখ্য যে, গত ২৯ আগস্ট ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ একদিনের সমপরিমাণ বেতন ১ লক্ষ ৭৭ হাজার ৭৯৭ টাকা জমা প্রদান করেন।

#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং
পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২