বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ৫ম উপাচার্য হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। গত ২১ জুলাই ২০২৫ তারিখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এর স্থলাভিষিক্ত হলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন এবং আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন এবং একাডেমিক), শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাগণ।

নবনিযুক্ত উপাচার্য বাউয়েটে যোগদানের পূর্বে আর্মি এভিয়েশন মেইনটেন্যান্স ওয়ার্কশপ-এ উইং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) তে দীর্ঘদিন ইইই বিভাগে ্রশিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমী (BMA) তে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর বাংলাদেশ বিমান বাহিনী হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের বেল-২০৬ এল-৪ হেলিকপ্টার এবং কাসা সি-২৯৫ বিমানের ওপর বৈদেশিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রকৌশলী। তিনি আর্মি এভিয়েশনে প্রকৌশলীদের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ইলেক্টোমেডিকেল বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি শিক্ষাগত জীবনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশপাশি কুয়েট থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ ১ম শ্রেণীতে ৩য় স্থান এবং বুয়েট থেকে ১ম শ্রেণিতে এমএসসি ইঞ্জিনিয়ারিং (সি এন্ড ই) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) তে উচ্চতর গবেষণা করছেন।

জাতিসংঘ মিশনে দুইবার মোতায়েনসহ তিনি দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রশিক্ষণ, নিরীক্ষণ ও প্রেষণে নিয়োজিত ছিলেন। দেশের বাহিরে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কেনিয়া, মালি, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং তুরস্ক সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার জনক। নবনিযুক্ত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস); ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)