বাউয়েটে ছয় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আইকিউএসি-এর উদ্যোগে সপ্তাহব্যাপী “কোয়ালিটি অ্যাসুরেন্স ইন দি ওবিই ফ্রেইমওয়ার্ক” শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত সোমবার (১৪ জুলাই ২০২৫) স্কাইলাইট হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
প্রধান অতিথি বলেন, “আমাদের সিলেবাস সর্বশেষ বিএনকিউএফ প্রস্তাবিত নীতিমালা অনুসরণে সংশোধন করা হয়েছে। আমরা আইকিউএসি-এর মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে চাই। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ ও আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।” তিনি গুণগত শিক্ষাপ্রদানে বাউয়েট-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্্ঞা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও অন্যান্য শিক্ষকমণ্ডলী।

ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণে কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং ম্যাপিং, আউটকাম বেইজড প্রশ্নপত্র তৈরি করা, কেপিআই সেটিং, সিকিউআই প্রসেস, ইভেলুয়েশন রুব্রিক্স, বিএনকিউএফ-এর ডোমেইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষণে সবগুলো বিভাগের ১১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্্ঞা। প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইসিই বিভাগের প্রভাষক আপেল মাহমুদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন মাননীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও জনসংযোগ অফিসার
মোবা: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২(ব্যক্তিগত);