বাউয়েটের ২৩তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৩তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৪ আগস্ট ২০২৪) তারিখে সিন্ডিকেট রুমে বেলা ১টায় মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া ও জিওসি ১১ পদাতিক ডিভিশনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২২তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনা, প্রশাসনিক ভবনের চতুর্থ তলা নির্মাণ, বড়াল হলের ইমার্জেন্সি সিঁড়ি, লাইব্রেরির বই, গাড়ি, জেনারেটর এবং ল্যাবরেটরির যন্ত্রপাতি ক্রয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, উপাচার্য, বাউয়েট, কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), ট্রেজারার, বাউয়েট, কর্ণেল মোঃ সামছুল আলম সিদ্দীকি, পিএসসি, কর্ণেল এডমিন, এরিয়া সদর দপ্তর, বগুড়া এরিয়া, লেঃ কর্ণেল মোঃ কামরুল ইসলাম, পিএসসি (অব.), আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন, অনলাইনে যোগদান করেন), প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যা বিভাগ ও ডিন (ফ্যাকাল্টি সায়েন্স এন্ড হিউম্যানেটিস), প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভঁূঞা, বিভাগীয় প্রধান, সিএসই বিভাগ ও ডিন (ইসিই), মাহফুজা নাসরীন, অধ্যক্ষ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, মোঃ সেলিম রেজা এসিএমএ, ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব), বাউয়েট।
সভা শেষে এরিয়া কমান্ডার বগুড়া ও জিওসি ১১ পদাতিক ডিভিশন বাউয়েট ক্যাম্পাসের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন “এই ইনস্টিটিউশন একটু একটু করে চমৎকার একটি আন্তর্জাতিক পর্যায়ে ইনস্টিটিউশন হিসেবে দাঁড়িয়ে গেছে। শিক্ষকরা এর পথপ্রদর্শক, এখানকার শিক্ষার্থীরা শুধু মুখস্থ করে লেখে না তারা হাতে কলমে শিখছে।” এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং
পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২