বাউয়েট কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইকিউএসি দপ্তরের উদ্যোগে সিন্ডিকেট রুমে সকাল ১০টায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ জুলাই ২০২৪) তারিখে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ও কিউএসি-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির দ্বিতীয় সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া যেসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ কর হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : সিই, সিএসই, ট্রিপল ই এবং আইসিই এর বেইট রিপোর্ট পর্যালোচনা, বেইট এবং ব্যাক এক্রিডিটেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির মাস্টার প্ল্যান গ্রহণ, আউট কাম বেইজড এজু্কেইশন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, অভিন্ন মূল্যায়ণ পদ্ধতি ও মান বন্টন, অ্যালামনাই ডেটাবেজ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ক্যারিয়ার এন্ড প্লেইসমেন্ট সেন্টারসহ অন্যান্য ক্লাবের কার্যক্রম পর্যালোচনা ও বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত, কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির মাধ্যমে ক্লাস মূল্যায়ন ইত্যাদি।

স্বাগত বক্তব্যে মাননীয় উপাচার্য ও কিউএসি-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বলেন, আইকিউএসি-র এডভাইজরি ফোরাম হিসেবে কিউএসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক গুণগত মান পর্যবেক্ষণ ও মূল্যায়ণের পাশাপাশি প্রয়োজনীয় কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। ইউজিসি, বেইট ও ব্যাক-এর নির্দেশিত প্যারামিটার অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সদস্য সচিব, আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান সভাটি সঞ্চালনা করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন, সিএসই বিভাগের প্রফেসর ও আইকিউএসির পরিচালক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং
পাবলিকরিলেসন্সঅফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২