প্রথম আলো বন্ধুসভা বাউয়েট শাখা কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ
কাদিরাবাদ সেনানিবাস, দয়ারামপুর, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে প্রথম আলো বন্ধু সভা বাউয়েট শাখা কর্তৃক আয়োজিত ‘‘সহমর্মিতার ঈদ’’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।
প্রধান অতিথি বলেন ‘‘প্রথম আলো বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পত্রিকা এর সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা সরাসরি যুবসমাজকে সামাজিক নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম সম্পৃক্ত করে চলেছে যা অবশ্যই প্রশংসার দাবিদার। আমার খুবই ভালো লেগেছে যে সংগঠনটি নানান অনুষ্ঠানের মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। আশা করি প্রথম আলো বন্ধু আগামীতে এ ধরনের প্রয়াস অব্যাহত রাখবে। উক্ত প্রোগ্রামটি সাফল্যমন্ডিত করার জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিদিতা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুসভার উপদেষ্টা আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য যারা পরিশ্রম করেছেন এদের মধ্যে বন্ধুসভার সভাপতি নাফিস সাদনান এবং বন্ধুসভার সদস্য উৎসব, ফারহান, সাদমান, মৌমি প্রমুখ। উল্লেখ্য পঞ্চাশটি পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।