বাউয়েট ক্যাম্পাসে ১১ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—২০২৪

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১১তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে ক্রেস্ট প্রদান, গ্র্যাজুয়েশন ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। গত বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানের উপস্থাপনা করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর তানিম শাহরিয়ার, ইংরেজি বিভাগের রিথি মার্জিয়া, আইন ও বিচার বিভাগের তিশা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রত্যয়ী’ সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশনা করেন বাউয়েট কালচারাল ক্লাবের একঝাঁক শিল্পী, সেই সাথে নৃত্য, টিভিসি এবং নাটক এবং চাঁপাইনবাবগঞ্জ এর বিখ্যাত গম্ভীরা পরিবেশনা করে বাউয়েট কালচারাল ক্লাব এর একঝাঁক শিল্পী এবং সর্বশেষে মঞ্চে আসেন আর্ক ব্যান্ড এর হাসান- সুইটি, নীল বন্ধু লাল বন্ধু, প্রশ্ন একের পর এক বেশ কয়েকটি জনপ্রিয় গানে সারাক্ষণ মাতিয়ে রাখেন দর্শকদের। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাউয়েট কালচারাল ক্লাবসহ সকলকে ধন্যবাদ জানান।

এছাড়া সন্ধ্যা সাড়ে সাতটায় বাউয়েটের রোদেভেঁা অডিটরিয়ামে ১১তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং গ্র্যাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ সানি মোহম্মদ তালহা (অব.), ডেপুটি রেজিস্ট্রার, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিদায়ী ছাত্র-ছাত্রীগণ। উপস্থাপনা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজবিদ্যা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ আল আমিন।

১১তম ব্যাচ (প্রত্যয়ী) কোর্স সমাপনী দিনে ক্যাম্পাসকে বিভিন্ন সাজে সাজায় এবং রাঙায়। সবাই মিলে ক্যাম্পাস প্রাঙ্গণে, আবাসিক হলের সামনে, রাস্তায় বিভিন্ন আলপনা আঁকে, রঙিন পতাকা ও আলোকসজ্জা করে। সকল শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র—ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে নিজেদের ফ্রেইম বন্দী করে রাখে। বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং
পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২