বাউয়েটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
বাউয়েট, কাদিরাবাদ নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের একাডেমিক ভবনে কলেজিয়াম চত্বরে সকাল ১১টায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। গত বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.)।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষকমন্ডলি, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ আল আমিন।
দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন, রাতে ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। এছারা শিক্ষাথীদের মাঝে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হয় সিএসই বিভাগের শিক্ষার্থী নাসিফি হোসেন, দ্বিতীয় সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার রহমান এবং তৃতীয় সিএসই বিভাগের শিক্ষার্থী লুবনা বিনতে শহীদ। প্রধান অতিথি বিচারক ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।