বাউয়েটের শেষবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত
বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
গত ১৭—২৩ ফেব্রুয়ারি ২০২৪ বিশ্ববিদ্যালয়ের সিই, সিএসই, ইইই, আইসিই, ব্যবসায় প্রশাসন, ইংরেজি এবং আইন ও বিচার বিভাগের ৪র্থ বর্ষের মোট ১৮৪ জন শিক্ষার্থী এই শিক্ষা সফরে অংশগ্রহণ করে।
এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জন করে যা ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া উন্নয়নে সহায়ক হবে। শিক্ষা সফরের অংশ হিসেবে তারা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, কক্সবাজার, ইনানী বিচ, মহেশখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। শিক্ষা সফরে গমনকারী শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে আর্থসামাজিক, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রাকৃতিক সম্পদসমূহ, সমুদ্র আইন এবং পরিবেশ আইনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রায়োগিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। শিক্ষার্থীরা মনে করে এই ধরনের শিক্ষা সফর তাদেরকে দেশ সম্পর্কে জানার ও দেখার জন্য প্রেরণা যুগিয়েছে। সর্বোপরি তারা এরূপ সফর আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মত পোষণ করে। উল্লেখ্য, আইন ও বিচার বিভাগের শিক্ষা সফরকে সফল করার জন্য স্পনসরশিপ করেছে আল আকসা হাউস বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।