বাউয়েট কাদিরাবাদ, নাটোরঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর পুরকৌশল বিভাগের ১৫ তম ব্যাচ এর শিক্ষার্থীরা ১ দিনব্যাপী শিক্ষা সফরের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এর মহানন্দা ব্রিজ সংলগ্ন রাবার ড্যাম এবং সোনামসজিদ পরিদর্শন করে।
পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান আলী এবং প্রভাষক তানজিমা ফাহমিদ এর তত্ত্বাবধায়নে শিক্ষাসফরের মাধ্যমে ১৫ তম ব্যাচ এর ২৫ জন শিক্ষার্থী সরেজমিনে রাবার ড্যাম এর বিভিন্ন গঠন, কার্যপ্রণালী ইত্যাদি দেখতে পায় এবং নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের সাথে রাবার ড্যাম পরিচালনার বিভিন্ন বিষয় যেমন: নির্মাণ বাজেট, কার্যকলাপের বিস্তারিত প্রক্রিয়া, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া ও খরচ, পার্শ্ববর্তী ভূমির উপর ড্যাম এর প্রভাব, ড্যাম এর ফলে প্রাপ্ত সুবিধা এবং অসুবিধা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে।
উক্ত পরিদর্শনের সময় পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাজাহান আলী, প্রভাষক তানজিমা ফাহমিদ, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ তানজিল ইসলাম, মহানন্দা নদী সংলগ্ন রাবার ড্যাম এর নির্বাহী প্রকৌশলী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
পরবর্তীতে সোনামসজিদ এবং পার্শ্ববর্তী তাহাখানা পরিদর্শন এর মাধ্যমে শিক্ষার্থীরা মুঘল সম্রাজ্যের স্থাপত্যকলা সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
পরে পুরাকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাজাহান আলী (ডানে) মহানন্দা রাবার ড্যাম এর নির্বাহী প্রকৌশলীকে ক্রেস্ট প্রদান করেন।