বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাদিরাবাদ, নাটোর এর পুরকৌশল বিভাগের ১৭, ১৮ ও ১৯ তম ব্যাচের ছাত্র ছাত্রীদের ২ সপ্তাহ ব্যাপী সার্ভেয়িং ফিল্ড ওয়ার্ক গত ২৯ ডিসেম্বর, ২০২৪ শুরু হয়ে ১৩ জানুয়ারি, ২০২৫ এ সম্পন্ন হয়।
চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৬৬ জন ছাত্র ছাত্রী Chain Surveying, Curve Setting, Levelling and Contouring , House Setting সহ বিভিন্ন ধরনের সার্ভে সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সরাসরি ফিল্ডে কাজ সম্পন্ন করে।
Basic Surveying সম্পন্ন করার পর সকল ছাত্র ছাত্রী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পুরো বাউয়েট ক্যাম্পাস এর Master Plan সম্পন্ন করে যা সার্ভেয়িং কার্যক্রমে অন্য মাত্রা যোগ করে। বিভাগীয় প্রধান ড. ইঞ্জিনিয়ার মো: মাহমুদুর রহমান সহ পুরকৌশল বিভাগের সকল শিক্ষক এই কার্যক্রম সম্পন্ন করতে সঠিক গাইডলাইন ও সার্বিক সহায়তা প্রদান করেন।