বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২৪) স্কাই লাইট হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

প্রধান অতিথি বলেন ‘শিক্ষার্থীদের এসব অর্জনের মাধ্যমেই বাউয়েট দেশের প্রযুক্তিগত উন্নয়নে সম্পৃক্ত হতে চায়। তাই শিক্ষার্থীদের আরো গবেষণা এবং প্রজেক্টের কাজে মনোনিবেশ করতে হবে।’ তিনি প্রজেক্ট ফেয়ারে যেসব প্রজেক্ট প্রদর্শিত হয়েছে, সেগুলোর উন্নয়নে বাউয়েট সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

উক্ত প্রজেক্ট ফেয়ারে ৮০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। বিচারকমন্ডলী ১০টি প্রজেক্টকে বিজয়ী এবং সেরা নির্বাচিত করেন। প্রজেক্টগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ‘গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট’ টিম সদস্য সিই বিভাগের শেখ রায়হান রহমান এবং মোঃ সাফায়াত হোসেন, ১ম রানার আপ হয়েছে ‘বেটেল ফিল্ড’ টিম সদস্য সিএসই বিভাগের সাকিব রায়হান এবং ২য় রানার আপ হয়েছে ‘বায়োডিজেল প্রোডাকশন ওয়েস্ট কুকিং ওয়েল’ প্রজেক্ট টিম সদস্য সিই বিভাগের সাদি মুহাম্মদ এবং আফিয়া মরিয়াম। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট, সনদপত্র এবং গিফট প্রদান করেন। এছাড়া চ্যাম্পিয়ন টিম, ১ম রানার আপ এবং ২য় রানার আপকে প্রাইজমানি প্রদান করা হয়।