বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাদিরাবাদ, নাটোর এর পুরকৌশল বিভাগের  ১৫ ও ১৬ তম ব্যাচের ছাত্র ছাত্রীদের ২ সপ্তাহ ব্যাপী প্রাক্টিক্যাল ফিল্ড ওয়ার্ক গত ২৬ নভেম্বর, ২০২৩ শুরু হয়ে ১০ ডিসেম্বর, ২০২৩ এ সম্পন্ন হয়।
চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৫৪ জন ছাত্র ছাত্রী চেইন সার্ভে, কার্ভ সার্ভে, লেভেলিং এন্ড কন্টোরিং, হাউজ সেটিং সহ বিভিন্ন ধরনের সার্ভে সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সরাসরি ফিল্ডে কাজ সম্পন্ন করে।
বেসিক সার্ভে সম্পন্ন করার পর সকল ছাত্র ছাত্রী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পুরো বাউয়েট ক্যাম্পাস এর মাস্টার প্লান সম্পন্ন করে যা সার্ভেয়িং কার্যক্রমে অন্য মাত্রা যোগ করে। বিভাগীয় প্রধান ড. ইঞ্জিনিয়ার মো: মাহমুদুর রহমান সহ পুরকৌশল বিভাগের সকল শিক্ষক এই কার্যক্রম সম্পন্ন করতে সঠিক গাইডলাইন ও সার্বিক সহায়তা প্রদান করে।