পুরকৌশল বিভাগের ১২ ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের চার (৪) সপ্তাহ ব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রম
আজ ২৬ নভেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাদিরাবাদ, নাটোর এর পুরকৌশল বিভাগের ১২ ও ১৩ তম ব্যাচের ছাত্র ছাত্রীদের ৪ সপ্তাহ ব্যাপী ইন্টার্নশীপ শুরু হয়।
একটি গ্রুপ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর গবেষণা ও প্রশিক্ষণ শাখা কর্তৃক আয়োজিত ইন্টার্নশীপ কার্যক্রম এর শুভ উদ্বোধন এর জন্য বিএমডিএ সম্মেলন কক্ষ-১, প্রধান কার্যালয়, রাজশাহীতে উপস্থিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব বেগম আখতার জাহান, সাবেক সংসদ সদস্য, চেয়ারম্যান, বিএমডিএ, রাজশাহী। দাপ্তরিক কার্যক্রমের জন্য ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেন নি। সভাপতি হিসেবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আব্দুর রশীদ, নির্বাহী পরিচালক, বিএমডিএ, রাজশাহী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের বিএমডিএ এর কার্যক্রম ও প্রকল্প, সেচ ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সম্যক ধারণা দেওয়া হয়।
Location: BMDA
আরেকটি গ্রুপ কনস্ট্রাকশন ভিসন লিমিটেড কোম্পানিতে ইন্টার্নশীপ এর জন্য কনস্ট্রাকশন ভিশনের অফিসে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইমরুল হাসান, চিফ কনসালটেন্ট , কনস্ট্রাকশন ভিশন, রাজশাহী। সিনিয়র স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হেমন্ত কুমার সরকার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের হাই রাইজ বিল্ডিং, সয়েল টেস্ট, বিম কলাম স্ল্যাব রেইনফোর্সমেন্ট ডিটেলস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
Location: Construction Vision Limited
এছাড়া, আরেকটি গ্রুপ কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ইন্টার্নশিপ এর জন্য যথাসময়ে উপস্থিত হয়। কাদিরাবাদ ক্যান্টনমেন্টের ইন্টার্নশিপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী বি/আর, এজিই (আর্মি) কাদিরাবাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের এমইএস অফিস ও অফিসের কাজ সম্পর্কে ধারণা এবং কাদিরাবাদ সেনানিবাসে ইসিএসএমই এর জন্য অভ্যন্তরীণ/বাহ্যিক বিষয়ক কাজ ও আসবাবপত্রসহ একাডেমিক কমপ্লেক্স নির্মাণের ধারণা দেওয়া হয়।
Bangladesh Army University of Engineering & Technology (BAUET), a premier educational institution under the Bangladesh Army, embarked on its journey in 2015 in Qadirabad, Natore, to contribute to the nation by providing high-quality higher education in engineering, technology and sciences.